খুলনায় এবার এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

খুলনার রুপসা উপজেলার এক পুরুষ স্বাস্থ্যকর্মী (৪৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ৫৯ জনের নমুনা পরীক্ষার পর তাঁর পজিটিভ রিপোর্ট আাসে বলে নিশ্চিত করেছে খুলনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এর আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবদুল আহাদ জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত রুপসার প্রকৌশলী নূর আলমের পরিবারের নমুনা সংগ্রহ করার জন্য ওই স্বাস্থ্যকর্মী (৪৮) মিল্কি দেয়াড়া এলাকায় গিয়েছিলেন। নূর আলমের দুই ছেলের রিপোর্ট পজিটিভ হয়। এতে সন্দেহজনকভাবে স্বাস্থ্যকর্মী নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ওই স্বাস্থ্যকর্মীর পজিটিভ এসেছে। বাকিগুলোর রিপোর্ট নেগেটিভ। তিনিও রূপসা উপজেলার বাসিন্দা।
এর আগে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। তাদের দুজনকেই আগেই উন্নত চিকিৎসার জন্য সড়কপথে ঢাকায় পাঠানো হয়। অপর একজন চিকিৎসককে গতকাল রাতে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে খুলনা থেকে ঢাকায় পাঠানো হয়।
অপরদিকে তাবলিগ জামাতে যাওয়া ৬২ বছর বয়স্ক অবসরপ্রাপ্ত ব্যাংকারের খুলনায় প্রথম করোনা শনাক্ত হয়েছিল। নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তাঁকে পরবর্তীতে দুই দফা পরীক্ষার পর বৃহস্পতিবার করোনা মুক্ত ঘোষনা করা হয়। খুলনায় করোনা বিষয়ক মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ কথা জানিয়েছেন।