খুলনায় করোনার উপসর্গ নিয়ে দুই নারীর মৃত্যু

খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রওশন আরা ও রিমু ইসলাম নামের দুই নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রওশন আরার মৃত্যু হয় এবং খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রিমু ইসলামের।
রওশন আরা খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা এবং রিমু ইসলাম পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা।
খুমেক হাসপাতালের পরিচালক ডা. মুন্সী রেজা সেকেন্দার জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত দুদিন আগে হাসপাতালে ভর্তি হন রওশন আরা। আজ দুপুরে তাঁর অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
অপরদিকে, খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. ফরিদ উদ্দিন জানান, করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নাসিন্দা রিমু ইসলাম। পরে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মৃত্যু হয় তাঁর।