খুলনায় করোনায় আরও ১১ জনের মৃত্যু

খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতাল ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই করোনা পজিটিভ ছিলেন।
খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ছয় জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন খুলনার আকলিমা (৬২), ফেরদৌসী ইসলাম (৫৮), আম্বিয়া (৩৫), লাইলি (৬৭), সাতক্ষীরার মো. সিফাতউল্লাহ (৮৫) ও বাগেরহাটের প্রদীপ (৬৩)।
গাজী মেডেকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে পাঁচ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন খুলনার জেবুননেছা (৬৭), এম এ হাসেম (৬৮), বাগেরহাটের নারায়ণ (৭১), নড়াইলের আবদুর রহমান (৬০) ও গোপালগঞ্জের সুফিয়া বেগম (৪৫)।
অপরদিকে, খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানা গেছে।
এদিকে, খুলনা মেডিকেল কলেজে মোট ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৬৬ শতাংশ। এর মধ্যে খুলনার ৩৩০ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৩২ জনের। শনাক্তের হার ৪০ শতাংশ।