খুলনায় করোনায় যুবদল নেতার মৃত্যু

খুলনা মহানগরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইয়াসির আরাফাত (৩২) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। খুলনা মহানগর যুবদলের সভাপতি নাজমুল হুদা সাগর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়াসির আরাফাত শহরের বয়রা এলাকার বাসিন্দা। তিনি খুলনা মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মী ছিলেন বলে জানা গেছে।
মহানগর যুবদলের সভাপতি নাজমুল হুদা জানান, সপ্তাহ খানেক আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বয়রা এলাকায় নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন ইয়াসির। গতকাল শনিবার রাতে তাঁর অবস্থার অবনতি হলে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
স্বাস্থ্যবিধি মেনে আজ ইয়াসির আরাফাতকে গোয়ালখালী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
এদিকে, ইয়াসির আরাফাতের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন।