খুলনায় করোনা উপসর্গে উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী মারা গেছেন। খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মৃত্যু হয় তাঁর।
পাইকগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী জানান, জ্বর নিয়ে কয়েকদিন থেকে অসুস্থ ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। পরে করোনা পরীক্ষার জন্য গতকাল খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নমুনা দেন তিনি। পরে তিনি খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এর মধ্যেই আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মৃত্যু হয় তাঁর। তবে তাঁর নমুনার রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
এদিকে, গতকাল বৃহস্পতিবার থেকে খুলনা মহানগরীর ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ডের লকডাউন উঠে গেছে। নতুন করে কোথাও লকডাউন বা বিধি-নিষেধ আরোপ করা হয়নি।
খুমেকে আজ শুক্রবার মোট ২৮২টি নমুনার মধ্যে ১০৫টি নমুনায় করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে খুলনা মহানগরীর ৮১ জন শনাক্ত হয়েছে।