খুলনায় করোনা উপসর্গে শিশুসহ দুইজনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে থাকা এক শিশু (১০) ও এক যুবক (২৪) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। খুমেক করোনা মুখপাত্র ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম মারা যান ওই যুবক। তাঁকে আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতালে ভর্তি করা হয়। করোনা সাসপেক্টটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়া যুবক এজমা রোগী ছিলেন। শ্বাসকষ্ট ও এজমা রোগ ছিল।’
তিনি আরো বলেন, ‘এছাড়া দুপুর ১২টার পর ওই শিশুটি মারা যায়। তাকেও করোনা সাসপেক্টড আইসোলেশন ওয়ার্ডে গতকাল রাতে ভর্তি করা হয়েছিল। করোনা পরীক্ষার জন্য তাদের দুইজনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।’