খুলনায় করোনা প্রতিরোধে স্প্রে করল নৌবাহিনী

খুলনার খালিশপুর এলাকায় করোনাভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে ব্লিচিং পাউডারমিশ্রিত পানি ও ডেঙ্গু প্রতিরোধে ওষুধ স্প্রে করছে নৌবাহিনী।
কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধায়নে এ কার্যক্রম চলছে। নৌবাহিনীর খালিশপুর ঘাঁটির চেকপোস্ট থেকে পার্শ্ববর্তী এলাকা চরের হাট, পলিটেকনিক ইনস্টিটিউট, শেখ আবু নাসের হাসপাতাল এলাকায় এ কার্যক্রম প্রতিদিন চলমান থাকবে।

নৌবাহিনীর বানৌজা তিতুমীর ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার ফয়েজুল ইসলাম জানান, জনস্বার্থে নৌবাহিনী এই কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি এই এলাকার জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও তারা কার্যক্রম পরিচালনা করছে।

অপরদিকে, খুলনা গত ২৪ ঘণ্টায় ‘হোম কোয়ারেন্টিনে’ আছেন এক হাজার ৭৪৫ জন। এ থেকে মুক্ত হয়েছেন ১৯৮ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন ১৬ জন এবং আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন চারজন। আইসোলেশনে ভর্তি রয়েছেন দুজন।