খুলনায় কলেজছাত্র হত্যায় একজনের মৃত্যুদণ্ড

খুলনার ডুমুরিয়া উপজেলায় কলেজছাত্র ওবাইদুর রহমান রুবেল হত্যা মামলায় আসামি বাচ্চু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালত। এ ছাড়া দুই আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিচারক মো. ইয়ারব হোসন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম ইলিয়াস খান জানান, ২০১২ সালের ২৩ অক্টোবর ডুমুরিয়া কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র ওবাইদুর রহমান রুবেল (১৮) কলেজের পাশের দোকানে চা পান করছিলেন। এ সময় সেখানে কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর একদিন পর একটি মাছের ঘেরে কলেজছাত্র রুবেলের লাশ পাওয়া যায়। এ ঘটনায় একটি হত্যামামলা করা হয়।
পুলিশ মামলার তদন্ত শেষে আসামি বাচ্চু শেখ, মোফাজ্জেল হোসেন ওরফে মিলন ও আবুল কালাম আজাদের নামে আদালতে অভিযোগপত্র দেয়।
দীর্ঘ শুনানি শেষে আজ বিচারক আসামি বাচ্চু শেখকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশে দেন। এ ছাড়া মোফাজ্জেল হোসেনকে সাত বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং আবুল কালাম আজাদকে দুই বছর সশ্রম কারাদণ্ড সেইসঙ্গে পাঁচ হাজার টাকার জরিমানার আদেশ দেন।
আসামিপক্ষের কৌঁসুলি ছিলেন মো. রেজাউল ইসলাম।