খুলনায় খানজাহান আলী থানার ২৮ সদস্য করোনা আক্রান্ত

খুলনা মেট্রোপলিটন পুলিশের খানজাহান আলী থানার মোট লোকবল ৪৪ জন। তার মধ্যে গতকাল শনিবার পর্যন্ত ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
অপরদিকে, গতকাল একদিনে খুলনায় ১৩৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
ওসি শফিকুল বলেন, 'এই থানায় গত ২৫ জুন প্রথম ১৮ পুলিশ সদস্যের করোনা পরীক্ষায় ১৩ জনের পজিটিভ এসেছিল। সেই ১৩ জন নিয়ে গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। তাদের থানায় আইসোলেশনে রাখা হয়েছে।'
তবে খানজাহান আলী থানা এখনও লকডাউন করা হয়নি। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছিল। এক থানায় এতজনের করোনা পজিটিভ আসায় অন্য কর্মীরা কিছুটা অস্বস্তিতে রয়েছে। শিরোমনী বিসিক শিল্প এলাকায় অবস্থিত এই খানজাহান আলী থানা একটু নিরিবিলি স্থানে হলেও সামগ্রিকভাবে এলাকাটি শিল্প এলাকা হিসেবে পরিচিত।
এদিকে, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, 'গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২৮২টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ১৩৮টি। এর মধ্যে শুধুমাত্র খুলনার পজিটিভ রিপোর্ট ১৩৪টি।'
খুলনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ডেপুটি সিভিল সার্জন ডা. সাদিয়া মনোয়ারা উষার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানিয়েছেন, খুলনা মহানগরীর ৩১টি ওয়ার্ডের মধ্যে ১৪টিতে তারা রেড জোন ঘোষণা করে প্রশাসনকে চিঠি দিয়েছিলেন। কিন্তু করোনা কমিটির বৈঠকে শুধুমাত্র দুটি ওয়ার্ডকে রেড জোন দেখিয়ে লকডাউন করা হয়।