খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি চলছে, গ্রেপ্তার ৫

রাইসা ক্লিনিকের মালিক ডা. মো. আব্দুর রাকিব খানকে হত্যার প্রতিবাদে খুলনা বিএমএর আহ্বানে চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। তবে করোনা হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এ ধর্মঘটের আওতামুক্ত রয়েছে। সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে জরুরি বিভাগ ছাড়া কোথাও চিকিৎসকরা কাজ করছেন না বলে আজ বৃহস্পতিবার সকালে বিভিন্ন ক্লিনিক ঘুরে দেখা গেছে।
এদিকে, খুলনার পুলিশ কমিশনার লুৎফুল কবীরের বরাত দিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতা ডা. মেহেদী নেওয়াজ বলেছেন, 'হত্যা মামলার মূল আসামি জাকিরসহ মোট পাঁচ আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।'
এদিকে, আজ দুপুরে প্রেসক্লাবে বিএমএ খুলনার পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, খুলনা শহরের রাইসা ক্লিনিকে রোগীর স্বজনদের হাতে গত সোমবার মারপিটে গুরুতর আহত হন ডা. মো. আব্দুর রকিব খান। এর পর গত মঙ্গলবার চিকিৎসাধীন তিনি মারা যান। এ হত্যার প্রতিবাদে গতকাল বুধবার খুলনা বিএমএ পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করে বিকেল থেকে চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।