খুলনায় নতুন করে ৩৫ জন করোনায় আক্রান্ত

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে একজন চিকিৎসকসহ আরও ৩৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা জেলা ও মহানগরীর ৩৫ জন রয়েছে। এছাড়া ঝিনাইদহের দুইজন, সাতক্ষীরা ও মাগুরার একজন করে রয়েছেন। আজ বৃহস্পতিবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে।
খুলনা জেলা ও মহানগরীতে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। এর আগে গতকাল বুধবার ও মহানগরীতে ৩১ জন রোগী শনাক্ত হন। ওইদিন খুলনা জেলার নমুনা ছিল ১৬৩টি। আজ বৃহস্পতিবার নমুনা ছিল ১৬৮টি। প্রতিনিয়তই খুলনায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এতে করে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে খুলনাবাসীর।
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, ‘আজ খুমেকের পিসিআর ল্যাবে মোট ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিল ১৬৮টি। এদের মধ্যে মোট ৩৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৩৫ জনই খুলনার। খুলনায় শনাক্ত ৩৫ জনের মধ্যে ২৫ জন মহানগরীর। এছাড়া দিঘলিয়া উপজেলার সাতজন, ডুমুরিয়ার একজন, দাকোপের দুইজন রয়েছে। এছাড়া সাতক্ষীরার একজন, মাগুরার একজন ও ঝিনাইদহের দুইজন আক্রান্ত হয়েছে।’