খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত, ছোট বয়রা লকডাউন ঘোষণা

খুলনা মহানগরীর নূর মোহাম্মদ সড়কের বিদ্যুৎ ভবনের পেছনে করিমনগর ছোট বয়রা এলাকায় করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে খুলনা জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হলো। এতদিন শুধু খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় একজন করোনা রোগী ছিল।
খুলনা জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর ১১(২) ধারা অনুসারে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত করিমনগর ছোট বয়রা এলাকা অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেছেন।
আদেশ ভঙ্গকারী বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আঞ্চলিক তথ্য অধিদপ্তর এক ইমেইল বার্তায় এই তথ্য জানিয়েছেন।