খুলনায় বিআরটিএ কার্যালয়ে অভিযান, দুজনের জেল-জরিমানা

প্রতারণার অভিযোগে খুলনার বিআরটিএ কার্যালয়ের এক আনসার সদস্যকে জরিমানা এবং এক দালালকে কারাদণ্ড দেন দুদকের ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি
ড্রাইভিং লাইসেন্সের নির্ধারিত ফি-এর অতিরিক্ত টাকা দাবি করায় খুলনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে কর্তব্যরত এক আনসার সদস্যকে জরিমানা এবং এক দালালকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বিআরটিএর কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদুক) অভিযান শেষে ওই দুজনকে এই শাস্তি দেওয়া হয়।
খুলনা সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহম্মদ মিজানুর রহমান জানান, প্রতারণার অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে খুলনার বিআরটিএ অফিসে অভিযান চালায় দুদুক। এই অভিযানে প্রতারণার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত আনসার সদস্য আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা সেইসঙ্গে বিভাগীয় শাস্তির আদেশ দেন। এ ছাড়া আটক দালাল আকিব মোল্লাকে চার দিনের কারাদণ্ড দেওয়া হয়।