খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ আগামীকাল

অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আগামীকাল মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ সোমবার দুপুরে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু এ কথা জানান।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, শহীদ হাদিস পার্ক এবং কেডিঘোষ রোডে এই সমাবেশের জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু ২৪ ঘণ্টা বাকি থাকলেও পুলিশ এখনও সমাবেশের অনুমতি দেয়নি। তিনি মানিবক কর্মসূচিতে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান জানান।
বিএনপির এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য বাবু গায়েশ্বর চন্দ্র রায়, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও মুজিবর রহমান সরোয়ার।
নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য মুক্তির দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। গত ১০ দিনে দলমত নির্বিশেষে মানুষ কেঁদেছে।আমরা মনে করব, আজ থেকে পুলিশ ভালো হয়ে গেছে। আর যদি ভালো না হন তাহলে মনে রাখবেন,আমাদের রক্ত দিয়ে খালেদা জিয়ার ঋণ পরিশোধ করতে মাঠে থাকব ইনশা আল্লাহ।এর পরও সরকারপ্রধানকে বলব আপনি নির্দয় হবেন না।আপনি সুবিবেচনা দিয়ে,আপনার মানবিক গুণাবলী দিয়ে আপনি আমাদের নেত্রীকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠান।
এ দেশের জন্য খালেদা জিয়ার অনেক অবদান রয়েছে। আর সেই কারণে বিএনপির নেতাকর্মীরা এই মানবিক কর্মসূচি সফল করতে প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত।
এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, আবু হোসেন বাবু প্রমুখ।