খুলনায় বিএনপি নেতা দুর্বৃত্তদের গুলিতে আহত

খুলনা মহানগরীর দৌলতপুর থানার ৭ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহেদ ও তার ম্যানেজার রফিক সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। ছবি : এনটিভি
খুলনা মহানগরীর দৌলতপুর থানার ৭ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রিয়াজ শাহেদ ও তার ম্যানেজার রফিক অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে খুলনা বিএল কলেজ ২ নং গেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
খুলনা বিএল কলেজ গেট সংলগ্ন এলাকায় রিয়াজ শাহেদের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গাড়িতে ওঠার সময় গুলি করা হয়। তিনি বিএল কলেজ ছাত্রদলের সাবেক সাভাপতি।
গুলিবিদ্ধ দুজনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে রিয়াজ শাহেদের হাতে ও রফিক পিঠে গুলিবিদ্ধ হন।