খুলনায় বৃদ্ধাকে দুই ডোজ টিকা দেওয়ার দাবি, স্বাস্থ্য কর্মকর্তার অস্বীকার
খুলনা সিটি করপোরেশন এলাকায় জহুরা বেগম (৭২) নামের এক বৃদ্ধাকে একসঙ্গে দুই ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে এ দাবিকে অস্বীকার করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল্লাহ এবং ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান। আজ শনিবার শহরের নগর স্বাস্থ্যকেন্দ্র-২-এ ঘটনাটি ঘটে।
এদিকে, একই ব্যক্তিকে দুবার টিকা দেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুল্লাহ।
জহুরা বেগম ঘটনাস্থলের পাশে অন্যদের জানান, তাকে দুইবার টিকা দেওয়া হয়েছে। পরে সাংবাদিকদের কাছেও স্বীকার করেন। জহুরা বেগমের স্বামীর নাম মনসুর। তিনি পার্শ্ববর্তী বস্তিতে বসবাস করেন বলে ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান জানান।
এদিকে, জহুরা বেগমের ছেলে রফিকও ঘটনার সত্যতা দাবি করে তাঁর মায়ের চিকিৎসার দাবি জানান।
খুলনা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলার শেখ হাফিজুর রহমান আরও বলেন, ‘একজনকে দুটি টিকা দেওয়ার সুযোগ নাই। কারণ মাত্র ২০০ টিকা বরাদ্দ ছিল।’
এ ব্যাপারে খুলনা সিটি করপোরেশনের প্রধান চিকিৎসক ডা. আবদুল্লাহ বলেন, ‘বিষয়টি তদন্ত করার জন্য ডা. স্বরুপ হালদারসহ তিনজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ঘটনার তদন্ত করে দেখছেন। তবে এমন হওয়ার কথা নয়।’