খুলনায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকায় জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে।
ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার যৌথ প্রভাবে খুলনা অঞ্চলের নদ-নদীর পানি টইটম্বুর হয়ে গেছে।
আজ বুধবার দুপুরে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা এলাকার শ্রীপদ মণ্ডলের বাড়ির সামনে বেড়িবাঁধ ভেঙে যায়। পানি উন্নয়ন বোর্ড খুলনার প্রধান প্রকৌশলী মো. রফিকুল্লাহ এনটিভিকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রকৌশলী মো. রফিকুল্লাহ জানান, পূর্ণিমার সময় সাধারণত জোয়ার-ভাটার পানির উচ্চতা এক-দুই ফুট বাড়ে। কিন্তু এবার এই পূর্ণিমায় ঘূর্ণিঝড় ইয়াসের কারণে নদ-নদীর পানির উচ্চতা চার থেকে পাঁচ ফুট বেড়েছে। ফলে কিছু কিছু এলাকায় বাঁধ উপচে পানি ভেতরে প্রবেশ করছে এবং তা মেরামতের জন্য লোকজন নিযুক্ত রয়েছে। উপকূলীয় এসব এলাকার নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়ে গেছে।
এদিকে, খুলনা জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, মোট এক হাজার ৪৮টি আশ্রয়কেন্দ্র এবং ১১৬টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
অন্যদিকে, খুলনা কোস্টগার্ড ইমেইল বার্তায় জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তীতে অবস্থা মোকাবিলায় তাদের একটি জাহাজ কয়রার মদিনাবাদে অবস্থান করছে। এ ছাড়া উদ্ধারকাজের জন্য বিপুল সংখ্যক ট্রলার, স্পিডবোট মজুদ রাখা হয়েছে।