খুলনায় স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার-মসজিদ লকডাউন

খুলনার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
খুলনা জেলার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির কোয়ার্টার এবং সেখানকার মসজিদ লকডাউন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার।
আজ বৃহস্পতিবার রাতে এক গণবিজ্ঞপ্তিতে ইউএনও জানান, রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান (৪৮) করোনাভাইরাসে আক্রান্ত। এ জন্য জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে পরবর্তী ঘোষণা না দেওয়া পযর্ন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। ফলে এ সময় কেউ কোয়ার্টারে ঢুকতে বা বের হতে পারবেন না। একই সময় মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, খুলনায় মোট আটজন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। তার মধ্যে এক মৃত ব্যক্তিসহ চারজনই রূপসা উপজেলার।