খুলনায় স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খুলনা সদর এবং সোনাডাঙ্গা থানার কর্মীসভায় নেতাকর্মীরা। ছবি : এনটিভি
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের খুলনা সদর এবং সোনাডাঙ্গা থানার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে এই কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহসভাপতি মো. জামির হোসেন।
খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের খুলনা সফরের এই থানাওয়ারী কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন খুলনা বিভাগীয় সহসভাপতি মো. তৈয়েবুর রহমান, ফারুক হিলটনসহ আরো অনেকে।
প্রধান অতিথি কেন্দ্রীয় সহসভাপতি মো. জামির হোসেন দেশে গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান।