খুলনায় হাম-রুবেলা টিকাদানের ক্যাম্পেইন শুরু
খুলনা নগরীতে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক। আজ শনিবার সকালে খুলনা খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, সংরক্ষিত নারী কাউন্সিলর পারভীন আক্তার, খুলনা স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ডা. শামীম আরা নাজনীন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. সাইদুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. মো. আরিফুর রহমান প্রমুখ।
১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত জানান কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম আব্দুল্লাহ। এ সময় ১১, ১২, ৮, ৯, ২, ৫, ১৪ ও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ সংরক্ষিত নারী কাউন্সিলর উপস্থিত ছিলেন।
এবারে নগরীর ৩১টি ওয়ার্ডে এক লাখ ৭৫ হাজার ২০০ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। নয় মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুকে এ টিকা দেওয়া হবে। এজন্য নগরীর ৩১টি ওয়ার্ডে স্থায়ী টিকাদান কেন্দ্র রয়েছে। এছাড়া খুলনার নয়টি উপজেলার তিন লাখ ৩৩ হাজার ৮৭৫ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। এই ক্যাম্পেইন আগামী ২৪ জানুয়ারি ২০২১ পর্যন্ত চলবে।