খুলনা বিভাগে করোনায় প্রাণ গেল ৩০ জনের

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ৩০ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৩৬১ শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত দুই হাজার ৯৩ জন। মোট মৃত্যুর মধ্যে খুলনা জেলায় ৫৪৯, কুষ্টিয়ায় ৪৬৫ জন। দুই থানা নিয়ে মেহেরপুর জেলায় মারা গেছে ১২০ জন।
আজ শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা জানান, খুলনা বিভাগে গতকাল ৩৬১ জন নতুন রোগী শনাক্ত হয়। যা তার আগের দিন ছিল ২১৩। শনাক্ত ও মৃত্যুর হার কম।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় খুলনায় পাঁচ, যশোরে পাঁচ, মাগুরায় দুজন, ঝিনাইদহে একজন, কুষ্টিয়ায় ১১, চুয়াডাঙ্গায় তিন, মেহেরপুর তিনজনসহ মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ৪০ জন।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৫ হাজার ৫৩৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৩ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৯ হাজার ১১৫ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে ৫৪৯ জন, তারপর কুষ্টিয়ায় ৪৬৫ জন এবং যশোরে ২৯৯ জন, দুই থানা নিয়ে ছোট জেলা মেহেরপুরে ১২০ জন। ঝিনাইদহে মৃত্যু দাঁড়িয়েছে ১৭৯ জন।
খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৯৫ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৫৪৯ জন এবং সুস্থ হয়েছে ১৫ হাজার ৩৬৫ জন।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে নাই। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো পাঁচ হাজার ৪৮৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১১৩ জন এবং সুস্থ হয়েছে চার হাজার ৬১১ জন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ১৯৬ জন এবং মারা গেছে ৮২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিন হাজার ৯২০ জন।
যশোরে শনাক্ত হয়েছে ২১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৫৯১। এ সময় মারা গেছে ২৯৯ জন এবং সুস্থ হয়েছে ১২ হাজার ১৯৩ জন।
নড়াইলে এ সময়ে শনাক্ত ২২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৮২৬ জন। মারা গেছে ৮৩ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৬৯৭ জন।
মাগুরায় শনাক্ত ১৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৭০৯ জন। এ সময় মারা গেছে ৫৪ জন এবং সুস্থ হয়েছে এক হাজার ৫৫০ জন।
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ৭৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৮২৩ জন। মারা গেছে ১৭৯ জন এবং সুস্থ হয়েছে চার হাজার ২০ জন।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৮৭১ জন। মারা গেছে ৪৬৫ জন এবং সুস্থ হয়েছে আট হাজার ৮৫৩ জন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৬ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৫৭৯ জন। মারা গেছে ১৪৯ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ২৯৫ জন।
মেহেরপুর গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ছয়জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৩৬২। আজ আটজনসহ মোট এই সময় আক্রান্ত হয়ে মারা গেছে ১২০ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৫১৪ জন।