খুলনা মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন নারীর মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে। করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন নারীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন খুমেক হাসপাতালের করোনাবিষয়ক মুখপাত্র ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস।
ডা. শৈলেন্দ্র বলেন, ‘৫৪ বছর বয়সী মাসুমা নামের এই নারী গতকাল শনিবার সকালে পিরোজপুরের জিয়ানগর থেকে এখানে ভর্তি হয়েছিলেন। আজ রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়। তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।’
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এ নিয়ে করোনা উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হলো। বাকি চারজনের পরীক্ষা করার পর করোনাভাইরাস নেগেটিভ আসে। এ পর্যন্ত এ মেডিকেলে খুলনা মহানগরীর দুজনসহ বাগেরহাট, যশোর ও নড়াইলের একজন করে মোট পাঁচজন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে।