খুলনা রেলস্টেশনে ভাঙচুর, অভিযোগ বিএনপির দিকে

খুলনা রেলস্টেশনে দরজার গ্লাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ শনিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দুপুরে খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার এ তথ্য জানিয়েছেন।
তবে এ ঘটনায় বিএনপি বলছে, সমাবেশে আসতে পুলিশ বাধা দিয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, কাউকে বাধা দেওয়ার ঘটনা ঘটেনি।
স্টেশন মাস্টার মানিক চন্দ্র বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা তাদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি করেছে। এর জের ধরে সংঘর্ষে জড়ায় তারা। একপর্যায়ে নেতাকর্মীরা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। পুলিশকে খবর দিলে তারা আরও উত্তেজিত হয়ে ওঠে। হট্টগোল করতে থাকে।’
এ ঘটনার পর রেলওয়ে স্টেশনে বিপুল পুলিশ সদস্যকে দেখা যায়। তারা সেখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। তখন বিপরীত দিকে অবস্থান নিয়ে সমাবেশে আসা লোকজন বিক্ষোভ করতে থাকে।
এদিকে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার সোনালী সেন বলেন, ‘সমাবেশে আগতরা রেলস্টেশনে অপেক্ষা করছিল। সেখানে ডিউটি পুলিশ তাদের এলাকা ত্যাগ করতে বললে তারা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’