খুলনা সিটি করপোরেশনের দুই ওয়ার্ডে লকডাউন শুরু

লকডাউনের প্রতীকী ছবি। ছবি : সংগৃহীত
গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে খুলনা সিটি করপোরেশনের ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ডে লকডাউন শুরু হয়েছে। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিভাগের সুপারিশে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। এই লকডাউন চলবে ২১ দিন। লকডাউন পালনে এসব এলাকায় গতকাল থেকে মাইকিং করছে সিটি করপোরেশন।
১৭ নম্বর ওয়ার্ডের মধ্যে সোনাডাঙা বাস টারমিনাল চালু রয়েছে। তবে এ ওয়ার্ডের গলিপথ বাঁশ দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে। এলাকাবাসীকে জরুরি কাজ ছাড়া বাসা থেকে বের হতে নিষেধ করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের বাসা থেকে অফিস করতে বলা হয়েছে। লকডাউন এলাকায় জরুরি সেবাসহ কাঁচাবাজার চালু রয়েছে।