গফরগাঁও পৌরসভার মেয়রের করোনা শনাক্ত

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন সুমনের শরীরে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। কয়েক দিন ধরে তিনি শরীর-ব্যথা ও জ্বরে ভুগছিলেন। গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাঁর নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠালে পজিটিভ রিপোর্ট আসে।
পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার-স্বাস্থ্যকর্মীসহ এ পর্যন্ত উপজেলায় ২৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে আক্রান্তদের প্রায় কারো কোনো উপসর্গ না থাকায় আইসোলেশনে থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করায় এ পর্যন্ত ২৫ জন সুস্থ হয়েছেন।
সিভিল সার্জন ডা. এ বি এম মশিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় থেকে পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন সর্বত্র পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, রাস্তাঘাট, অফিস, বাসাবাড়িসহ বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করা, করোনা প্রতিরোধে হাত ধোয়া, মাস্ক ব্যবহার, ঘরে থাকা, সামাজিক দূরত্ব মেনে চলা সম্পর্কে পৌরবাসীকে সচেতন করতে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেছেন। এ ছাড়া ঘরবন্দি প্রত্যেক শ্রমজীবী মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।
পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন বলেন, ‘করোনা সংক্রমণ থেকে পৌরবাসীকে বাঁচাতে দিনরাত কাজ করেছি। সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি সুস্থ হয়ে আবার পৌরবাসীর সেবায় ফিরতে চাই।’