গভীর নলকূপের দখল নিয়ে সংঘর্ষ, কৃষক নিহত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় গভীর নলকূপের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় সহিদুল ইসলাম (৬৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।
ফুলবাড়ীয়া থানার পরিদর্শক (তদন্ত) জ. ই. মুন্না খবরের সত্যতা নিশ্চিত করেছে বলেন, আজ মঙ্গলবার সকালে উপজেলার পুটিজানা নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, সকালে সহিদুল ও বর্তমান ইউপি মেম্বার আরাফাতের মধ্যে গভীর নলকূপের দখল নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে লিপ্ত হয়। এ সময় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সহিদুল।
এ সময় উভয়পক্ষের ১৫ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।