গাজীপুরে স্পিনিং কারখানার আগুন ৭ ঘণ্টায় নিয়ন্ত্রণে
গাজীপুরের শ্রীপুরে একটি স্পিনিং কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ড প্রায় সাত ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। গতকাল শনিবার দিনগত গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে পৌরসভার বকুলতলার ওই কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে শ্রীপুর , ভালুকা ও জয়দেপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
কারখানার মানব সম্পদ বিভাগের সিনিয়র কর্মকর্তা কবির হোসেন জানান, কিছুদিন আগে কারখানার সুতা উৎপাদনের কাঁচামাল সংরক্ষণের জন্য একটি গুদাম তৈরি করে সেখানে তুলা রাখা ছিল। শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওই গুদামে হঠাৎ আগুন লাগে। সঙ্গে সঙ্গে কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো গুদামের ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের মাওনা স্টেশনের স্টেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন চৌধুরী রায়হান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীপুর, ভালুকা ও জয়দেপুর স্টেশনের পাঁচটি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থালে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ইফতেখার জানান, প্রায় সাত ঘণ্টার চেষ্টায় রাত ২টা ১০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে তুলাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তাৎক্ষনিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।