গোপালগঞ্জের আ.লীগনেতা হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন
গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান ওরফে টিটো শরীফ হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এই মামলার অপর ১৫ আসামির অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন বিচারক।
২০১৮ সালে ১ জুলাই আসাদুজ্জামান ওরফে টিটো শরীফ নড়াইলের নড়াগাতী এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় আসামিরা দলবদ্ধভাবে তাকে কুপিয়ে হত্যা করে। ঘটনার পরের দিনই নিহতের ছোট ভাই আশিকুজ্জামান বাদী হয়ে আসামিদের নামে মামলা করেন। এই মামলায় ৩১ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়ার পর বিচার হয় খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে।

এই মামলার রায় শোনার জন্য আজ খুলনা আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক উৎসুক জনতা ও আসামিদের স্বজনেরা উপস্থিত ছিলেন। এক হত্যা মামলায় এত বেশি আসামি থাকায় আগ্রহ বেশি ছিল। ৩১ আসামির মধ্যে আজ ২৭ জন আদালতে উপস্থিত ছিলেন এবং চারজন পলাতক আছেন।
যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আবদুল্লাহ চৌধুরী, বক্কর চৌধুরী, সোহেল চৌধুরী, শহিদুল শেখ, পলাশ খা, তুহিন মোল্লা, সবুজ মোল্লা, মাসুদ মোল্লা, রফিকুল মোল্লা, নতুন চৌধুরী, মশিউর চৌধুরী, ওলিওল্লাহ ওরফে বাবু চৌধুরী, তরিকুল সরদার ও জিহাদ চৌধুরী।
রায় ঘোষণার পর ‘সন্তুষ্ট নয়’ বলে অভিমত দিয়েছেন মামলার বাদী আশিকুজ্জামান।