গৌরীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে ক্যামেরা পারসন মাসুদ রানা ও নুরুজ্জামানের ওপর হামলা এবং ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। আজ সোমবার দুপুরে উপজেলা শহরের কৃষ্ণচূড়া চত্বরে এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য ও গৌরীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এইচ এম খায়রুল বাসার, সাবেক সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি ম. নূরুল ইসলাম, সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, কমল সরকার, সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, প্রেসক্লাবের সদস্য কাজী আব্দুল্লাহ আল আমিন, সাংবাদিক শেখ মো. বিপ্লব প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি দুপুরে গৌরীপুরের শেখ লেবু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশেই দুই মেয়র প্রার্থী সৈয়দ রফিবুল ইসলাম ও শফিকুল ইসলাম হবির সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ওই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে দুই সাংবাদিককে মারধর ও এনটিভির ক্যামেরা ভাঙচুর করে হামলাকারীরা।