ঘর থেকে বের করে ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

কক্সবাজারের পেকুয়ায় নেজাম উদ্দিন নামের এক কাঠ ব্যবসায়ীকে বুকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বারবাকিয়ার পূর্ব ভারুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নেজাম উদ্দিন (৩৫) পেকুয়া বারবাকিয়ার পূর্ব ভারুয়াখালী এলাকার মৃত ছব্বির আহমদের ছেলে ও কাঠ ব্যবসায়ী।
নিহত ব্যবসায়ী নেজাম উদ্দিনের স্ত্রী শামিনা আক্তার জানান, গতকাল রাত ১টার দিকে তাঁর স্বামীকে ঘর থেকে বের করেন জোবাইর নামের এক ব্যক্তি। বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই বনের রাজা খ্যাত জাহাঙ্গীর আলম তাঁর স্বামীর বুকে গুলি করলে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় জাফর আলমসহ সন্ত্রাসীরা তাঁর স্বামীকে ঘিরে ধরে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। এ সময় তার চিৎকারের কেউ এগিয়ে আসার সাহস করেননি। সন্ত্রাসীরা চলে যাওয়ার পরে এলাকাবাসীর সহায়তায় তাঁর স্বামীকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নেজামকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার জানান, আজ সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।