চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পিকআপভ্যান, নিহত দুই

চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান। ছবি : এনটিভি
চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজন নিহত হয়েছেন। উপজেলার শাহ আমানত সিএনজি ফিলিং স্টেশন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় পাওয়া না গেলেও পুলিশের ধারণা তাদের মধ্যে একজন ওই পিকআপভ্যানের চালক এবং অন্যজন তাঁর সহকারী।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর শাহ আমানত সিএনজি ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যান উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।