লিসবনে রেল দুর্ঘটনায় নিহত ৩, আহত ২০

পর্তুগালের লিসবনে ফানিকুলার (এক ধরনের ক্যাবল রেল ব্যবস্থা) দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে অ্যাভেনিদা দ্য লিবারদাদের কাছে এ ঘটনা ঘটে।
দেশটির জরুরি পরিষেবা বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
এর আগে এক বিবৃতিতে পর্তুগালের নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষের প্রধান জানান, ঘটনাস্থলে বেশ কয়েকজন আটকা পড়েছেন এবং দুজনের অবস্থা গুরুতর।
পর্তুগিজ সংবাদপত্র অবজারভ্যাডোরের প্রতিবেদনে বলা হয়, রেলওয়ের একটি ক্যাবল আলগা হয়ে যায় এবং এর ফলে রেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কাছের একটি ভবনের সঙ্গে ধাক্কা খায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, হলুদ রঙের ফানিকুলারটি উল্টে গেছে এবং প্রায় সম্পূর্ণ ভেঙে গেছে।
গ্লোরিয়া ফানিকুলার লিসবনের সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থান এবং আকর্ষণীয় পর্যটনকেন্দ্রগুলোর একটি। এটি ১৮৮৫ সালে চালু হয়েছিল এবং তিন দশক পরে তা বিদ্যুতায়িত করা হয়েছিল।