চাঁদপুরে অটোরিকশা ও বাইকের সংঘর্ষে ৩ কিশোর নিহত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার টিঅ্যান্ডটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো জাহেদ (১৬), রায়হান (১৭) ও আল-আমিন (১৬)। তারা ফরিদগঞ্জের ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসের কর্মী।
স্থানীয়দের বরাত দিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন বলেন, বিকেলে জাহেদ, রায়হান ও আল-আমিন ইন্টারনেট লাইনের কাজ করার জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিল। শহরের টিঅ্যান্ডটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহেদের মৃত্যু হয় এবং অপর দুজনে গুরুতর আহত হয়।
গুরুতর আহত রায়হান ও আল-আমিনকে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে সন্ধ্যায় রায়হানের মৃত্যু হয়। পরে রাতে ঢাকা নেওয়ার পথে আল-আমিনও মারা যায়।
ওসি মোহাম্মদ শহিদ হোসেন ঘটনাস্থল পরির্দশন করেছেন। তিনি আরো বলেন, অটোচালককে আটক করা হয়েছে।