রংপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

রংপুরের কাউনিয়ায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের জুম্মার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মীরবাগ মহেশা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম (৩২), শিশু ছেলে রহমত আলী (২) ও এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফসানা বেগম স্নেহা (১৬)। নিহত আফসানা বেগম স্নেহার আজ মঙ্গলবারই ছিল এসএসসি পরীক্ষার শেষ দিন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কাউনিয়া উপজেলার মীরবাগ মহেশা গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আশরাফুল ইসলাম লন্ড্রি মোটরসাইকেলযোগে তার স্ত্রী রুবিনা বেগম, শিশু ছেলে রহমত আলী ও ভাতিজি আফসানা বেগম স্নেহাকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। পথে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের মীরবাগ জুম্মার নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই রুবিনা বেগম, রহমত আলী ও আফসানা বেগম স্নেহার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।