চাঁদপুরে পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/04/13/chandpur-death-news-pic-thana.jpg)
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মুকদসার পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা পাটওয়ারী বাড়ির সাইফুল ইসলামের ছেলে সাইমন (৭) ও তামিম (৫)।
পরিবার জানায়, বাড়ির উঠানে খেলছিল দুই ভাই। আচমকা সবার অগোচরে খেলতে খেলতে পাশের পুকুরে পড়ে ডুবে যায় দুই ভাই। দুই ভাইকে বাড়ির উঠানে না দেখতে পেয়ে খুঁজতে গিয়ে পুকুরে জুতা ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুকুর নেমে দুই ভাইকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশুর বাবা সাইফুল ইসলাম বলেন, আমি ঢাকায় থাকি। সন্তানদের মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে বাড়িতে এসেছি। আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে। আমাদের বুক শূন্য হয়ে গেছে।
রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আবদুল হাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মরদেহ দাফনের অনুমতি দিয়েছি।