চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত

চাঁদপুর সদরের ঘোষেরহাট এলাকায় দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা ও হতাহতরা। ছবি : এনটিভি
চাঁদপুরে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রশিদ।
নিহতরা হলেন, মো. হাবিব বেপারী (২৪), মো. নেছার হাওলাদার (৪০), মো. মাহাবুব প্রধানিয়া(৫০)।
ওসি আব্দুর রশিদ জানান, নিহতদের মরদেহ ঘটনা স্থলেই রয়েছে। পুলিশ তদন্ত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠাবে। নিহতদের নাম ঠিকানা এখনো চূড়ান্ত নয়। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।