চাঁদপুরে বিদেশফেরত ৪৮৩ জন ‘হোম কোয়ারেন্টিনে’

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জেলা প্রশাসনের নির্দেশমতো চাঁদপুরে বিদেশফেরত ৪৮৩ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
চাঁদপুরের জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ আজ রোববার বিকেলে এনটিভি অনলাইনে জানান, গত ২৫ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে চাঁদপুরে যাঁরা ফিরেছেন তাদের জেলা প্রশাসকের নির্দেশে নিজ নিজ বাসায় কোয়ারেন্টিনে থাকতে হবে। এমন নির্দেশে গত ১৯ দিনে এক হাজার ৪৪ জন হোম কোয়ারেন্টিনে রয়েছে।
সিভিল সার্জন আরো জানান, এদের মধ্যে ৫৯১ জন দেশে ফিরেছেন। ১৫ দিন হওয়ায় এবং তাদের শরীরে করোনাভারাসের কোনো উপসর্গ না থাকায় তাঁরা স্বাভাবিক জীবনযাপন করছে। বাকি ৪৮৩ জন এখনো হোম কোয়ারেন্টিনে রয়েছে। এদের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ আটটি দেশ থেকে আগত ১৭৪ জনকে বিশেষভাবে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
এদিকে গতকাল শনিবার বিদেশে থেকে চাঁদপুরে ফিরেছে ৩৬ জন।
এ ছাড়া এখন পর্যন্ত চাঁদপুরে করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। তবে প্রতিরোধমূলক সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ।