চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার পুলিশ, এএসআইসহ গ্রেপ্তার ৫
সাতক্ষীরায় চাঁদাবাজি করতে গিয়ে এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) পাঁচজন গনপিটুনির শিকার হয়েছেন। আশাশুনিতে গতকাল শুক্রবার (৩ মার্চ) রাতে এই ঘটনা ঘটে। পরে প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর থেকে তাদের গ্রেপ্তার করে আশাশুনি থানা পুলিশ। আজ শনিবার বিকেলে আদালতে নিলে তাদেরকে কারাগারে পাঠান বিচারক।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল হক এই তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সন্ধ্যায় এএসআই রুবেলের নেতৃত্বে বেশ কয়েকজন উপজেলার কল্যাণপুর গ্রামের রওশন আলী মোল্লার ছেলে ব্যবসায়ী আশিকুর রহমানের কাছে অনলাইনে জুয়া খেলার অভিযোগ এনে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে না চাইলে রুবেল তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। এসময় আশিকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে ও তাদের পরিচয় জানতে চান। পরিচয় না দিয়ে জোর করে ওই ব্যবসায়ীকে নিজেদের সঙ্গে থাকা প্রাইভেট কারে তুলে নেওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।
ওসি মোমিনুল আরও জানান, ভুক্তভোগীর করা চাঁদাবাজির মামলায় উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের বাসিন্দা এএসআই রুবেল হোসেন ওরফে রানা (৩০), পিরোজপুর জেলা সদরের পান্তাদুবি গ্রামের মনির হোসেন (৩৫), একই গ্রামের সোহেল শিকদার (৩৩), একই উপজেলা সদরের চর লোহারকাটি গ্রামের আবুল কালাম (৩৫), শিকারপুর গ্রামের সাইফুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি হ্যান্ডকাফ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।