নিজ জেলায় সংবর্ধিত হলেন নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা

সবুজ মাঠে বল নিয়ে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে যিনি বারবার জয় ছিনিয়ে এনেছেন, যিনি সতীর্থদের অনুপ্রেরণা হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি। অনূর্ধ্ব-২০ ও জাতীয় দলের হয়ে এশিয়া কাপ কোয়ালিফায়ারে সাফল্য, সম্মানজনক একুশে পদক এবং ইয়ুথ ভলান্টিয়ার পদক ২০২৫ অর্জন করে প্রান্তি আজ শুধু সাতক্ষীরার গর্ব নন, পুরো বাংলাদেশেরও অহংকার।
এই গর্বের অংশীদার হতে বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের। আয়োজক ছিল সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ।
আলোকিত মঞ্চে প্রবেশ করতেই করতালিতে মুখর হয়ে ওঠে হলঘর। স্থানীয় ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ দাঁড়িয়ে অভিবাদন জানান তাদের প্রিয় খেলোয়াড়কে। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন প্রান্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য ডা. আবুল কালাম বাবলা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন। বক্তারা বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের মাধ্যমে প্রান্তি শুধু সাতক্ষীরার নয়, গোটা বাংলাদেশের সুনাম বাড়িয়েছেন। তরুণ প্রজন্মের জন্য তিনি এক অনুকরণীয় দৃষ্টান্ত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ে উপ-পরিচালক রেজাউল হক চৌধুরী, বিএনপি নেতা হাবিবুর রহমান হবি, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, সাবেক পৌর কাউন্সিলর ও এরিয়ান্স ক্লাবের সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।
শৈশবে ফুটবল খেলাকে অনেকেই মেয়েদের জন্য ‘অস্বাভাবিক’ভেবেছিল। কিন্তু সেই সব প্রতিবন্ধকতা জয় করেই প্রান্তি আজ জাতীয় দলের অধিনায়ক। তার নেতৃত্বে বাংলাদেশ নারী দল একের পর এক সাফল্যের গল্প লিখছে। প্রান্তির স্বপ্ন বাংলাদেশ নারী ফুটবল দলকে এশিয়ার শীর্ষ সারিতে নিয়ে যাওয়া। পাশাপাশি গ্রামের উঠতি কিশোরীদের ফুটবলের সঙ্গে যুক্ত করে নতুন প্রতিভা গড়ে তোলা। তিনি বলেন, আমি চাই আমার মতো আরও শত শত মেয়ে মাঠে নামুক, দেশের জন্য খেলুক। ফুটবল শুধু খেলা নয়, আত্মবিশ্বাস আর স্বাধীনতারও নাম।
প্রান্তির অনূর্ধ্ব-২০ ও জাতীয় দলের হয়ে এশিয়া কাপ কোয়ালিফায়ারে উজ্জ্বল ভূমিকা, একুশে পদক অর্জন ও সম্প্রতি ইয়ুথ ভলান্টিয়ার পদক ২০২৫ লাভ করেন।
একই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপনকে। তিনি মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পদক ২০২৪, ওয়েলফেয়ার এক্সিলেন্স জাতীয় পদক ২০২৫ এবং এক্সিলেন্স অ্যাচিভমেন্ট জাতীয় পদক ২০২৫ অর্জন করেন।