যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ নিহত, আহত ২
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্য পেনসিলভেনিয়ায় এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। পরে পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলেই মারা যায় হামলাকারী। খবর বার্তা সংস্থা এএফপির।
স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ফিলাডেলফিয়া থেকে প্রায় ২১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ইয়র্ক কাউন্টির টাউনশিপ অব কোডোরসে এই ঘটনা ঘটে।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বুধবার বিকেলে কর্মকর্তারা একটি পারিবারিক সহিংসতার ঘটনার তদন্ত করতে গিয়ে হামলার শিকার হন।

পেনসিলভেনিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস সাংবাদিকদের বলেন, আজ আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ কর্মকর্তার ওপর গুলি চালানো হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। আহত দুই কর্মকর্তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল।
ক্রিস্টোফার প্যারিস নিশ্চিত করেন, হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো এই দিনটিকে ইয়র্ক কাউন্টি ও পেনসিলভেনিয়া রাজ্যের জন্য ‘অত্যন্ত দুঃখজনক ও ধ্বংসাত্মক দিন’ বলে মন্তব্য করেছেন।