চাঁদ রাতে দুস্থ শিশুদের জন্য ঈদের পোশাক নিয়ে হাজির ইউএনও

বাগেরহাটের মোংলায় চাঁদ রাতে সমাজের অবহেলিত দরিদ্র শিশুদের বাড়িতে গিয়ে ঈদের নতুন পোশাক দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার। আশ্রয়ণ প্রকল্পের সাত থেকে ১২ বছরের ২৫ জন শিশু-কিশোরের ঈদের নতুন কাপড় হাতে তুলে দেন তিনি।
ঈদ উপলক্ষে অসহায় শিশুদের কথা চিন্তা করে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইউএনও কমলেশ মজুমদার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী নতুন কাপড় নিয়ে ছুটে যান উপজেলার চাঁপাই ইউনিয়নের মাকড়ঢোন আশ্রয়ণ প্রকল্পে। সেখানকার সাত থেকে ১২ বছর বয়সী ২৫ জন শিশু-কিশোরের হাতে তুলে দেন ঈদের নতুন কাপড়।

স্থানীয় প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তার হাত থেকে নতুন জামা-কাপড় পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে শিশুরা।
এ ছাড়া স্থানীয় এক সংবাদকর্মীর দেওয়া খবর শুনে রাতে পূর্ব শেহলাবুনিয়ায় মজিবর রহমান ও তাঁর পালিত প্রতিবন্ধী মেয়ে ফাতেমা আক্তারকে ঈদ উপহার স্বরুপ নতুন পোশাক ও অর্থ দিতে তাদের বাড়িতে ছুটে যান ইউএনও এবং এসিল্যান্ড। ধর্ম, বর্ণের ঊর্ধ্বে থেকে তিনি ঈদ উপলক্ষে স্থানীয় দুস্থ কবি, সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় লোকদেরও অর্থ সহায়তা দিয়েছেন ইউএনও।