চাঁপাইনবাবগঞ্জে নেপালি-ভারতীয়সহ ৭০ জন হোম কোয়ারেন্টিনে

করোনাভাইরাস প্রতিরোধের সতর্কতা হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১২ জন ভারতীয় ও নেপালি নাগরিকসহ ৭০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে ৩০০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসের সতর্কতা হিসেবে হোম কোয়ারেন্টিনে যাদের রাখা হয়েছে তাদের মধ্যে ৪৪ জন ভারতীয় ও নেপালি নাগরিক রয়েছেন। বাকি বাংলাদেশিরা সম্প্রতি ভারত ও ইতালি থেকে দেশে ফিরেছেন। স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন।’