চাটখিলে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু,১৮ পরিবারকে লকডাউন ঘোষণা

নোয়াখালীর চাটখিলে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে তাঁর শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে বলে জানায় প্রশাসন।
আজ সকাল থেকে ওই নারীর বাড়ির মোট ১৮ পরিবারকে লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানায় চাটখিলের সহকারী পুলিশ সুপার (সার্কেল)।
জানা যায়, কয়েকদিন থেকে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ব্যাপারি বাড়ির ওই নারী শ্বাসকষ্ট, কাশি, সর্দি নিয়ে জ্বরে ভুগছিলেন। এ ছাড়া তাঁর ডায়াবেটিস ছিল বলে পরিবার সূত্রে জানা যায়। পরে অসুস্থ অবস্থায় গতকাল রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।
এর ফলে প্রশাসন খবর পেয়ে তাঁর বাড়িটি আজ সকাল থেকে লকডাউন করে। এ ছাড়া সকালে তাঁর দেহের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) পাঠানো হচ্ছে বলে জানান নোয়াখালীর সিভিল সার্জন ডা. মমিনুর রহমান।
এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম বলেন, ‘আমরা ওই নারীর মৃত্যুর সংবাদটি রাতে নিশ্চিত হই। সকালে আমাদের টিম মৃত নারীর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে। প্রাথমিকভাবে করোনা উপসর্গ মনে হলেও নমুনা পরীক্ষার পর চূড়ান্তভাবে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে আমরা করোনা নিয়মেই দাফনের ব্যবস্থা করব।’ একইসঙ্গে ওই বাড়িটির ১৮ পরিবারকে লকডাউন করা হয়েছে জানান ইউএনও।