চালনা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী ৪, করোনায় বিএনপির প্রার্থী হাসপাতালে

খুলনা জেলার চালনা দেশের অন্যতম ছোট পৌরসভা। এবার এ পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট চারজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী আবুল খয়ের খান করোনায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি নিজে প্রচারণায় অংশ নিতে পারছেন না। অন্য তিন প্রার্থী হলেন আওয়ামী লীগের সনৎ কুমার বিশ্বাস, স্বতন্ত্র অচিন্ত্য কুমার মণ্ডল ও গৌতম কুমার রায়।
মাত্র ১২ হাজার ১০০ ভোটারের এই পৌরসভা প্রতিষ্ঠা হয় ২০০৪ সালের নভেম্বরে। ওই সময়ে বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আবুল খয়ের খান পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের নির্বাচনে অচিন্ত্য কুমার মণ্ডলের কাছে পরাজিত হন বর্তমান মেয়র সনৎ কুমার বিশ্বাস। ২০১৫ সালের নির্বাচনে সনৎ বিশ্বাস আওয়ামী লীগের সমর্থন নিয়ে বিজয়ী হন।
আওয়ামী লীগের প্রার্থী সনৎ কুমার বিশ্বাস বলেন, ‘দলের বিদ্রোহী একটি অংশ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে পরোক্ষভাবে কাজ করছে। নির্বাচনের পরিবেশ অনেকটা ভালো।’
বিএনপির প্রার্থী মো. আবুল খয়ের খান অসুস্থ থাকায় তাঁর নির্বাচনী এজেন্ট মোজাফ্ফর হোসেন বলেন, ‘নৌকার কর্মী-সমর্থকরা বিভিন্ন সময় প্রচার-প্রচারণায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। সুষ্ঠু নির্বাচন হোক, বিএনপি সেটা প্রত্যাশা করে।’
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর ইভিএমে ভোটগ্রহণ করা হবে এবং এজন্য ২৬ ডিসেম্বর ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে ভোটারদের হাতে-কলমে শেখানো হবে। মোট ভোটার সংখ্যা ১২ হাজার ১০০ জন। এরমধ্যে পুরুষ ভোটার পাঁচ হাজার ৮৬৩ এবং ছয় হাজার ২৩৭ জন নারী ভোটার রয়েছে।’