চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৪ দিনব্যাপী সুলতান মেলার চতুর্থদিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে সুলতান মঞ্চে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, চিত্রশিল্পী সমীর মজুমদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় দুই বছর পর এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন।
আগামীদিনে এই শিশুরা এস এম সুলতানের নড়াইলকে জাতির সামনে তুলে ধরবে এমনটিই মনে করেন চিত্রশিল্পী সমীর মজুমদার।
সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি বলেন, ‘গত দুই বছর করোনার জন্য সুলতান মেলা হয়নি । শিশুরাসহ আমরা সবাই উৎফুল্ল আগামীতে এই প্রতিযোগিতা অব্যাহত থাকবে। আজ শিশু থেকে ১৫ বছরের ছেলেমেয়েরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।’