চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া রেলগেট লেভেল ক্রসিংয়ে খুলনা থেকে সৈয়দপুরগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সম্রাট (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের (জিআরপি) উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সম্রাট দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় সমবায় নিউমার্কেটের একটি দোকানের কর্মচারী ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি শহরের ফার্মপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গতকাল শনিবার দিবাগত রাতে শহরের ফার্মপাড়ার রেলগেট পার হওয়ার সময় সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। এ সময় শরীরের ওপর দিয়ে ট্রেন চলে যাওয়ায় ঘটনাস্থলেই মারা যান সম্রাট। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা রেলস্টেশন ফাঁড়িতে নিয়ে যায়।