চুয়াডাঙ্গায় ১৪ স্বর্ণের বার জব্দ, আটক ১

চুয়াডাঙ্গার দর্শনা উপজেলা সীমান্ত থেকে ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত আব্দুল জব্বার নামের এক চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী -বিজিবি। আজ সোমবার সকালের দিকে স্বর্ণসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা ৬-বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটককৃত আব্দুল জব্বার (৩২) নওগাঁ জেলার সদর থানার কৃঞ্চপুর গ্রামের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে দর্শনার বড় বলদিয়া বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ছোট বলদিয়া গ্রামের পাঁচকবর এলাকা থেকে একজন চোরাকারবারীকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটককৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৮৮ লাখ ৮২ হাজার টাকা।
এ ব্যাপারে হাবিলদার জাহাঙ্গীর আলম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করা হয়েছে।