চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ওমিদুল ইসলাম (২৭) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সীমান্তের ৮৯ নম্বর পিলারের কাছে ৪০০ গজ ভারতীয় অভ্যন্তরে আজ রোববার ভোর সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ওমিদুল ইসলাম দামুড়হুদার ঠাকুরপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
বিজিবি-৬ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওমিদুলের লাশ ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে অন্যত্র সরিয়ে নিয়েছে বিএসএফ। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।