ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণ : কুষ্টিয়ায় শিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়ায় ছাত্রীকে অনৈতিক আচরণের অভিযোগে বুধবার সহকারী শিক্ষক নাহারুল ইসলাম গ্রেপ্তার। ছবি : এনটিভি
ছাত্রীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরের আল্লাহরদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জাবীদ জানান, দীর্ঘদিন ধরে আল্লাহরদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণ করে আসছিলেন সহকারী শিক্ষক নাহারুল ইসলাম। আজ বুধবার বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা শিক্ষক নাহারুল ইসলামকে অবরুদ্ধ করে রেখে তাঁকে গ্রেপ্তারের দাবি জানান। পরে পুলিশ নাহারুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি আরও জানান, ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষক নাহারুলের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা নথিভুক্ত করা হয়। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।