জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবে বিএনপি : সেলিমা রহমান
‘আমরা সবাই তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে অংশ নিয়ে আগামী দিনে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেব এবং জনগণের সরকার গঠন করব’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
বরিশাল নগরীর অশ্বিনীকুমার টাউন হলের সামনে আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে মহানগর ও জেলা বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সেলিমা রহমান বলেন, ‘আমাদের কর্মসূচি সফল করার জন্য সভার অনুমতি দেয়নি, অল্প একটু জায়গার মধ্যে আমরা সভা করছি। কারণ এই সরকার বাকশালী কায়দায় সমস্ত বাংলাদেশকে করায়ত্ব করে রেখেছে। তাই জনগণের মুক্তির জন্য আমাদের দাবি নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন। আমরা সবাই তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে অংশ নিয়ে আগামী দিনে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেব এবং জনগণের সরকার গঠন করব।’
যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে এ গণঅবস্থান পালন করা হয়।
মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন। সঞ্চালনা করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির।
এদিকে রাজনৈতিক কারণে বন্দিদের অবিলম্বে মুক্তি, হামলা, মামলা, গুম-খুন বন্ধের দাবিতে গণতন্ত্র মঞ্চ জেলা কমিটি দুপুরে প্রেসক্লাবের সামনে গণঅবস্থান করেছে। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (রব) জেলা সমন্বয়ক সোহরাব হোসেন দেওয়ান ও জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নিলু প্রমুখ।